সিইউবি ইন্ট্রা ইউনিভার্সিটি ক্রিকেট টুর্নামেন্ট-এ চ্যাম্পিয়ন ঔলভস
১০ ওভারের ম্যাচে ৩.৪ ওভার বাকি থাকতেই জয়ের বন্দরে পৌছে যায় ঔলভস।
সিইউবি হাফলপাফ প্রথমে ব্যাট করে ১০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে সংগ্রহ করে ১১৪। ওসমান গণির দুর্দান্ত বোলিং-এর কাছে ধরাশায়ী হয় হাফলপাফ এর ব্যাটসম্যানরা। কোন ব্যাটসম্যানই ত্রিশোর্ধ্ব রান করতে পারেনি।
জবাবে ব্যাট করতে নেমে মাত্র ৬.২ ওভারে ১২০ রান করে ট্রফি নিজেদের করে নেয় ঔলভস।
ওসমানের ৬ বলে ত্রিশ রান মনে করিয়ে দিচ্ছিল বুম বুম শহিদ আফ্রিদি, যুবরাজ, ক্রিস গেইল-এর ব্যাটিং। ওসমানের অলরাউন্ড পারফরম্যান্স ছিল দুর্দান্ত।
সাফিন এর ১৫ বলে ৩৩ ও মাহির এর ১০ বলে ধুমধারাক্কা ৩২ এই সহজ জয় এনে দেয় ঔলভসকে।
জয়ে অলরাউন্ড পারফরম্যান্সের জন্য ম্যান অব দা ম্যাচ হন ওসমান গণি।
টুর্নামেন্টের সেরা বোলার ও ব্যাটসম্যান নির্বাচিত হন হাফলপাফ এর শহিদ আল ফাহিম। সেই হিসেবে ম্যান অব দা টুর্নামেন্টের ট্রফিটাও নিজের করে নেন তিনি।
ফাহিম বলেন, নিজেদের মাঠে খেলছি। এটা আমাদের শিক্ষার্থীদের সবার জন্য খুবই আনন্দদায়ক। আমরা খুশি, অকশনের মাধ্যমে খেলোয়ার বাছাই প্রক্রিয়া বিপিএল এর মতই ছিল। যা আমাদের অনুপ্রাণিত করেছে। স্যারদের অনেক ধন্যবাদ। আমি বিশ্বাস করি, সিইউবি থেকে এক সময় জাতীয় দলে খেলার মত খেলোয়ার তৈরি হবে।
চ্যাম্পয়নের হাতে ট্রফি তুলে দেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য ড. গিয়াস ইউ আহসান।
হাফলপাফ রানারআপ হয়েও অনেক খুশি। কারণ সেরা বোলার, সেরা ব্যাটসম্যান ও টুর্নামেন্ট সেরা খেলোয়ার তাদের দলের। তারা বলছে আমাদের মাঠে আমরা এমন টুর্নামেন্ট খেলছি, অত্যন্ত আনন্দের। চ্যাম্পিয়ন দলকে অভিনন্দন।