শতভাগ পর্যন্ত স্কলারশিপে ভর্তি কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এ
বিশ্ববিদ্যালয়ে রয়েছে ডিজিটালাইজড ক্লাসরুম, সর্বাধুনিক মানের ল্যাবরেটরি, আইন বিভাগে রয়েছে মোটিং এন্ড মোট সুবিধা, মেয়েদের জন্যে হোস্টেল ব্যাবস্থাপনা, মানসম্পন্ন শিক্ষকমণ্ডলি ও শতভাগ পর্যন্ত চাকুরি প্রদানের নিশ্চয়তা।
বিশ্ববিদ্যালয়ে স্নাতকে এসএসসি ও এইচএসসি’তে গোল্ডেন জিপিএ ১০ ধারীদের জন্য থাকছে শতভাগ স্কলারশিপে ভর্তির সুযোগ। গোল্ডেন ছাড়া জিপিএ ১০ ধারীদের জন্যে ৪০ শতাংশ, জিপিএ ৯.৫ এর জন্যে ৩০ শতাংশ, ৯.০০ এর জন্যে ২০ শতাংশ, ৭.০০ এর জন্যে ১৫ শতাংশ স্কলারশিপ থাকছে। ৩ বা তদূর্ধ্ব ছাত্র-ছাত্রী একসাথে ভর্তি হলে গ্রুপ ওয়েভার হিসাবে টিউশন ফিতে ৫% গ্রুপ ওয়েভার পাবে।
ডিপ্লোমাধারীদের জন্যে সিএসসি, ইইই বিভাগে স্নাতক ডিগ্রি লাভের সুযোগ রয়েছে। এই দুইটি বিভাগে বর্তমানের মোট টিউশন ফি’র উপর ২৫ শতাংশ স্কলারশিপ দেওয়া হচ্ছে। এর সাথে অতিরিক্ত হিসাবে থাকছে গ্রুপ ওয়েভারে ৫ শতাংশ বিশেষ ছাড়।
ভর্তি সম্পর্কিত বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগের নম্বর:
০১৭০৭০৭০২৮০, ০১৭০৭০৭০২৮১, ০১৭০৭০৭০২৮২, ০১৭০৭০৭০২৮৪
কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের সাথে চুক্তিতে থাকা আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ে ক্রেডিট ট্রান্সফার করার সুযোগ রয়েছে স্নাতক শিক্ষার্থীদের। এছাড়াও স্নাতক শেষে মাস্টার্স করার সুযোগ থাকছে কানাডা, ইউকে, মালয়েশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোতে।