বাংলাদেশে-এ দাবা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন মাস্টার জগোদিস সিদ্বার্থ
ফাইনাল ৯ম রাউন্ডের খেলা সোমবার (১৯ ফেব্রুয়ারি ২০২৪) রাজধানীর মেরুল বাড্ডার প্রগতি সরণি’তে কানাডিয়ান ইউনির্ভাসিটি অব বাংলাদেশ এর অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতার ৯ম ও ফাইনাল রাউন্ড শেষে সব খেলায় অপরাজিত থেকে চ্যাম্পিয়ন হয়েছেন সিঙ্গাপুরের আন্তর্জাতিক মাস্টার জগোদিস সিদ্ধার্থ। মোট ৯ খেলায় তার পয়েন্ট ৭.৫। সেই সাথে তিনি গ্র্যান্ড মাস্টার নর্ম অর্জন করেছেন।
রানার-আপ হন ভারতের ফিদে মাস্টার পানিসার বিদান্ত । তার মোট পয়েন্ট ৬.৫। ৯ খেলায় তিনি আন্তর্জাতিক মাস্টারের নর্ম অর্জন করেন। শ্রীলংকার আন্তর্জাতিক মাস্টার লিয়ানাগে রানিন্দু দিলশান ৫.৫ পয়েন্ট নিয়ে তৃতীয় হন।
পাঁচ পয়েন্ট করে নিয়ে ভারতের ক্যান্ডিডেট মাস্টার মায়াঙ্ক চক্রবর্তী চতুর্থ ও গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান পঞ্চম হন। সাড়ে চার পয়েন্ট করে নিয়ে ভারতের ফিদে মাস্টার আরধ্য গর্গ ষষ্ঠ ও আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান সপ্তম হন।
ভারতের গ্র্যান্ড মাস্টার দিব্যেন্দু বড়–য়া তিন পয়েন্ট নিয়ে অষ্টম, গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোরশেদ আড়াই পয়েন্ট নিয়ে নবম ও এক পয়েন্ট পেয়ে শ্রীলংকার আন্তর্জাতিক মাস্টার এম, এল, এস, টি, ডি সিলভা দশম হন।
শেষ রাউন্ডের খেলায় আন্তর্জাতিক মাস্টার জগোদিস সিদ্ধার্থ আন্তর্জাতিক মাস্টার লিয়ানাগে রানিন্দু দিলশানের সাথে, ফিদে মাস্টার পানিসার বিদান্ত আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমানের সাথে ও গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান ফিদে মাস্টার আরগ্য গর্গের সাথে ড্র করেন।
গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোরশেদ আন্তর্জাতিক মাস্টার এম, এল, এস, টি, ডি সিলভার বিরুদ্ধে ও গ্র্যান্ড মাস্টার বিদ্যেন্দু বড়–য়া ক্যান্ডিডেট মাস্টার মায়াঙ্ক চক্রবর্তীর বিরুদ্ধে ওয়াক-ওভার পান।
খেলা শেষে বাংলাদেশ দাবা ফেডারেশনের যুগ্ম সম্পাদক ও বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডিআইজি ড. শোয়েব রিয়াজ আলম, কানাডিয়ান ইউনির্ভাসিটি অব বাংলাদেশের রেজিষ্ট্রার (ভারপ্রাপ্ত) এ এস এম জি ফারুক ও বাংলাদেশ দাবা ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সদস্য আন্তর্জাতিক অর্গানাইজার মাহমুদা হক চৌধুরী মলি বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
বক্তব্য রাখেন গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোরশেদ ও আন্তর্জাতিক দাবা বিচারক মোঃ হারুন অর রশিদ।
রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে বাংলাদেশ, ভারত, সিঙ্গাপুর ও শ্রীলংকার ৩ জন গ্র্যান্ড মাস্টার, ৪ জন আন্তর্জাতিক মাস্টার, ২ জন ফিদে মাস্টার ও ১ জন ক্যান্ডিডেট মাস্টারসহ ১০ জন খেলোয়াড় অংশগ্রহণ করেন।
MCJ students' remarkable visit to the Bangladesh Film Archive
December 10, 2024
View More
The 25th Syndicate Meeting of Canadian University of Bangladesh
December 23, 2024
View More
কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ মহান বিজয় দিবস উদযাপন। ....
December 23, 2024
View More