নিজ শিক্ষার্থীরাই তাদের বিশ্ববিদ্যালয়ের ব্র্যান্ড অ্যাম্বাসেডর!
তাই প্রতিটি শিক্ষার্থীর ভাষা, ড্রেস কোড, স্পেস ও সময় জ্ঞান খুবই গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর বোর্ড অব ট্রাস্টিজ এর প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. জিয়াউল হক মামুন।
মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৪, কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ (সিইউবি) এর অডিটরিয়ামে অনুষ্ঠিত ’পাওয়ারফুল প্রেজেন্টেশন স্কিল’ সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে এসব কথা বলেন তিনি।
কিনোট স্পিকার হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্কুল বিভাগের বিভাগীয় প্রধান ও অধ্যাপক এস এম আরিফুজ্জামান। আত্মবিশ্বাসী উপস্থাপনা ও একজন ভাল পাবলিক স্পিকার হতে যা লাগে সে বিষয়ে বিস্তারিত ও খুঁটিনাটি শিক্ষার্থীদের সামনে তুলে ধরেন। তিনি বলেন ভাল বক্তা হতে হলে আপনাকে ৪টি বিষয়ের উপর গুরুত্ব দিতে হবে।
প্রথমত, আপনাকে ভয় দূর করতে হব। যার জন্যে আপনাকে নেতিবাচক ধারণা গুলিকে ইতিবাচক ভাবনাতে রুপান্তর করতে হবে।
দ্বিতীয়ত, আত্মবিশ্বাসি্ হতে নিশ্বাস ও কণ্ঠের ব্যায়াম করে টপিকস এর উপর প্রেজেন্টেশনের পূর্ব প্রস্তুতি নিতে হবে। তিনি বলেন আমাদের যোগাযোগ হয় তিন ভাবে, যেমন উচ্চারণ (৭%), কণ্ঠ (৩৮%) ও শারীরিক ভাষা (৫৫%) দিয়ে। এই তিনটি মাধ্যম আপনার ব্যক্তিত্বকে প্রতিনিধিত্ব করে। যেখানে শারীরিক ভাষা অনেক গুরুত্বপূর্ণ।
তৃতীয়ত, উপস্থাপনার সময় থ্রি পি এর বিষয় খেয়াল রাখতে হবে, ১ম পি ’পিচ’ মানে আপনাকে যা বলছেন তা খেয়াল রাখতে হবে, ২য় পি ’পেইস’ মানে বলার ধরনে ভিন্নতা আনতে হবে, কণ্ঠের আওয়াজ উঁচু নীচু করতে হবে। ৩য় পি ’পস’ মানে বক্তব্যের মাঝে মাঝে আপনাকে থামতে হবে।
চতুর্থত, আপনার সম্পূর্ণ প্রেজেন্টেশনকে তিনটি ভাগে ভাগ করতে পারেন,
১ম ভাগে একটু ভিন্ন ভাবে নিজের সম্পর্কে শ্রোতাদের সামনে তুলে ধরেন, সেটি একটি প্রশ্ন দিয়ে হতে পারে, শ্রোতাদের সাথে কথোপকথনের মাধ্যমে হতে পারে, কিংবা এমন কিছু করতে হবে যা শ্রোতাদের নিজের দিকে আকর্ষণ করে।
২য় ভাগে চার থেকে পাঁচটি কি পয়েন্ট ধরে ধরে আপনার প্রেজেন্টেশনকে এগিয়ে নিতে যেতে হবে যা ২০ মিনিট পর্যন্ত হতে পারে। তবে খেয়াল রাখতে হবে প্রতিটি মানুষই ৯ থেকে ১০ মিনিট মনোযোগ ধরে রাখতে পারে।
৩য় ভাগে আপনার শেষটা আকর্ষণীয় করে তুলতে হবে, যা আপনি আপনার শ্রোতাদের সাথে প্রশ্নোত্তর পর্ব কিংবা কোন আকর্ষণীয় আহ্বান এর মাধ্যমে হতে পারে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্কুল অব বিজনেস বিভাগের সহকারি অধ্যাপক বেনজির রহমান।