“জিন্নাহর পাকিস্তান ছিল আমাদের জন্যে কবরস্থান!” বীর প্রতীক কাজী সাজ্জাদ
১৯৭১ এর মুক্তিযুদ্ধ পূর্ববর্তী সময়ের আলোচনা করতে গিয়ে অনুষ্ঠানের প্রধান আলোচক বীর প্রতীক কাজী সাজ্জাদ বলেন ”১৯৪৭ সালে দেশ বিভাগের পর ২৩ বছরে মোহম্মদ আলী জিন্নাহর পাকিস্তান আমাদের জন্যে কবরস্থানে রুপান্তর হয়েছিল”।
১৯৪৮ এর পর থেকে স্বাধীনতার পটভূমি তৈরীতে বঙ্গবন্ধুর ভূমিকা নিয়ে আলোচনা করেন এবং যুদ্ধকালীন সময়ে নিজের অভিজ্ঞতা নিয়ে স্মৃতিচারণ করেন এই বীর মুক্তিযোদ্ধা।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ম হামিদ বলেন, ”বিশ্বে ফকিরের সংখ্যা সবচাইতে বেশি এখন পাকিস্তানে“। জনাব ম হামিদ একজন বীর মুক্তিযোদ্ধা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব যিনি বাংলাদেশ টেলিভিশনের সাবেক
মহাপরিচালক।
নিজ জেলায় ময়মনসিংহে প্রতিকূল পরিবেশে যুদ্ধপ্রস্তুতি কীভাবে নেন তার বর্ণনা দিয়ে আবেগঘন স্মৃতিচারণ করেন তিনি। তিনি বলেন সুবিধাবাদি জাতি কখনো পরিবর্তন আনতে পারেনা, তাই বর্তমান প্রজন্মকে ত্যাগ
স্বীকারের প্রতি আহ্ববান করেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক এ এস এম সিরাজুল হক। স্বাধীনতার প্রেক্ষাপট, ৬ দফা, ৭০ এর নির্বাচন নিয়ে আলোচনা করেন।
অনুষ্ঠানের সভাপতি ড. গিয়াস ইউ আহসান অতিথিদের প্রতি কৃতজ্ঞতা পোষণ করেন এবং উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে অনুষ্ঠানের সমাপ্তি করেন।