চাকুরির শতভাগ নিশ্চয়তায় মিডিয়া, কমিউনিকেশন এ্যান্ড জার্নালিজম বিভাগে স্নাতক
শতভাগ চাকুরির নিশ্চয়তায় স্নাতক শ্রেণিতে ভর্তি নিচ্ছে দেশের প্রথিতযশা বিশ্ববিদ্যালয় কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এর মিডিয়া কমিউনিকেশন এ্যান্ড জার্নালিজম (এমসিজে) বিভাগ ।
এছাড়া এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে থাকছে সর্বোচ্চ শতভাগ পর্যন্ত টিউশন ফিতে বৃত্তির সুযোগ ।
সাংবাদিকতা, ফিল্মমেকিং ও কমিউনিকেশনস-এ ক্যারিয়ার গড়তে দক্ষ জনশক্তি তৈরিতে প্রতিশ্রুতিবদ্ধ কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এর এমসিজে বিভাগ।ডিজিটালাইজইড ল্যাব, মিডিয়া এন্ড ফটোগ্রাফি ক্লাব, সনামধন্য অভিজ্ঞ শিক্ষকবৃন্দ এই বিভাগকে শিক্ষার্থীদের মাঝে ক্রমেই জনপ্রিয় করে তুলছে।
বিভাগের শিক্ষার্থীরা দক্ষতা যাচাইয়ের সুযোগ পাচ্ছে বিশ্ববিদ্যালয়ের সাথে সরাসরি সম্পর্কিত জাতীয় গণমাধ্যম ঐতিহ্যবাহী পত্রিকা দৈনিক বাংলা এবং নিউজবাংলা২৪.কম-এ। গণমাধ্যমের অবকাঠামো ব্যবহার করে হাতেকলমে শিক্ষার সুযোগ পায় বিভাগের শিক্ষার্থীরা। ফলে শিক্ষার্থীরা সংবাদ উপস্থাপনা, সংবাদ তৈরি, সম্পাদনা ও প্রকাশের খুটিনাটি জানতে ও হাতেকলমে শিখতে পারছে।
বিভাগটি 'মোবাইল জার্নালিজম' বিষয়ে শিক্ষার্থীদের দক্ষ করতে বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করছে।
চার বছরে ১৩২ ক্রেডিটের ৪২ কোর্স নিয়ে স্প্রিং (ফেব্রুয়ারি-মে), সামার (জুন-সেপ্টেম্বর) ও ফল (অক্টোবর-জানুয়ারি) সেমিস্টারে ভর্তি নিচ্ছে এমসিজে বিভাগ। ভর্তির জন্য এসএসসি, এইচএসসি কিংবা সমমনার কোন একটিতে সর্বনিম্ন স্কোর জিপিএ ২.০০ হলে সর্বমোট জিপিএ ৬.০০ থাকতে হবে। অন্যথায় এসএসসি, এইচএসসি কিংবা সমমনা পরীক্ষায় ফলাফল সর্বনিম্ন স্কোর ২.৫০ হলেও ভর্তির সুযোগ থাকছে।
ভর্তি সম্পর্কিত বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগের নম্বর:
০১৭০৭০৭০২৮০, ০১৭০৭০৭০২৮১, ০১৭০৭০৭০২৮২, ০১৭০৭০৭০২৮৪
কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের সাথে চুক্তিতে থাকা আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ে ক্রেডিট ট্রান্সফার করার সুযোগ রয়েছে স্নাতক শিক্ষার্থীদের। এছাড়াও স্নাতক শেষে মাস্টার্স করার সুযোগ থাকছে কানাডা, ইউকে, মালয়েশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোতে।
রাজধানীর প্রগতি সরণিতে হাতিরঝিল সংলগ্ন এলাকায় বিশ্ববিদ্যালয়ের সিটি ক্যাম্পাস অবস্থিত। এছাড়া ঢাকার পূর্বাচলে মনোরম পরিবেশে সর্বাধুনিক মানের স্থায়ী ক্যাম্পাস নির্মাণাধীন আছে।
অনলাইনে আবেদনের লিঙ্ক : www.cub.edu.bd/apply
Share: