কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ মহান বিজয় দিবস উদযাপন।
মহান বিজয় দিবস ২০২৪ উপলক্ষে ১৭ ডিসেম্বর বিশ্ববিদ্যালয় মিলনায়তনে বিশেষ আলোচনা সভার আয়োজন করে কানাডিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশ। বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের শিক্ষক এবং শিক্ষার্থীবৃন্দের উপস্থিতিতে উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য ড. জনাব জহিরুল হক. উপ-উপাচার্য প্রফেসর ড. গিয়াস ও আহসান, বিজনেস অনুষদের ডীন প্রফেসর ড. জহুরুল আলম, মিডিয়া, কমিউনিকেশন এন্ড জার্নালিজম বিভাগের ড. সাইফুল হক, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এ.এস.এম. জি. ফারুক । অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বিশ্ববিদ্যালয়ের মিডিয়া, কমিউনিকেশন এন্ড জার্নালিজম বিভাগের প্রভাষক, অর্থী নবনীতা।
অনুষ্ঠান শুরু হয় জাতীয় সঙ্গীত পরিবেশনার মাধ্যমে। উপস্থিত সকলেই একসাথে দাঁড়িয়ে সমস্বরে গেয়ে জাতীয় সঙ্গীত পরিবেশনায় অংশ নেন। অনুসঠানটি সঙ্গীত, কবিতা আবৃত্তি এবং নৃত্য পরিবেশনা সহ একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সমাপ্তি হয়।