ফুলচাষী
প্রতিটি কবিতা হবে একেক টি ফুল।
আর আমি হব তোমার জন্য ফুলচাষী।
তুমি প্রতিদিন প্রজাপতি হয়ে
উড়ে উড়ে মধু নিও, যখন যে ফুলে খুশি।
পৃথিবীকে ফুলে ফুলে ভরে দিতে পারি,
যদি তুমি হও প্রজাপতি।
আমি লাল, নীল, আসমানি,
অনেক রঙেরই ফুলের চাষ করি।
আসমানি ফুলের মধু পানে
উড়ে যাবে তুমি রূপকথাতে।
নীল ফুল বোঝাবে তোমাকে
কত বিষাদ পরে আছে মনে।
আর লাল ফুল গুলো ব্যক্ত করবে,
শূন্য সমান ভালোবাসার গভীরতাকে।
আমি তোমার জন্য ফুলচাষী হতে পারি।
যদি সে ফুলে ঠোঁট বোলাও তুমি,
যদি হও তুমি মৌমাছি কিংবা প্রজাপতি।
Faisal Zaman Alik
Student ID: 22213005
Department of Media, Communication & Journalism (MCJ)
Canadian University of Bangladesh
Total Views: 846
নারী ক্ষমতায়নের প্রধান বাধা আজ নারী নিরাপত্তা....
March 8, 2025
View More
Emotions and Relationships
February 24, 2024
View More