পুরান ঢাকা,যাকে বলা হয় আলোর মহল।
যেখানে রাত কখনো ঘুমায় না।
যার আনন্দ উদ্যাপন কখনই ম্লান হয় না।
দেয়ালে দেয়াল যেখানে ইতিহাসের ছোঁয়া,
যেখানে প্রতিটি রাস্তা এবং গলিজুরে রয়েছে,
যতসব গল্প ও কাহিনি।
চারশত বছরের পুরোনো এই মহল,
যা বুড়িগঙ্গার তীর ঘিরে দাঁড়িয়ে রয়েছে।
শতাব্দী ঘিরে যেখানে বাণিজ্যের প্রাচুর্য বেড়েছে,
নানান স্বাদ এবং মশলার সুগন্ধ,
যার বাতাসে মিশে চারদিক ছড়িয়েছে।
যেখানে রয়েছে নানা স্বাদের খাবার,
যা বহু প্রাচীন কাল হতে,
তার নিজস্ব অস্তিত্বকে ধরে রেখেছে।
স্বাদ ও গৌরবের এই মহল,
যেখানে প্রত্যেক এলাকাজুড়ে রয়েছে,
নিজস্ব গল্প ও ইতিহাস।
কবি মনিশিরা যেখানে তাদের,
রুপ কথাকে সাজিয়ে তুলেছেন,
যেখানে নানা কবিতা ও গল্প বুনেছেন।
এই সেই পুরান ঢাকা,
চার শতাব্দী পরেও যে তার অস্তিত্ব হারায়নি।
Md Rizwan Ullah Shuvo
ID: 20303016
Fall 2020, Student of BBA department
Canadian University of Bangladesh
Total Views: 883