কবিতা
কবিতা আসলে কী?
কিছু বাক্য বা শব্দ,যা এক ছন্দে মিলে যায়,
নাকি মনের গহিন হতে,
বেরিয়ে আসা কিছু কথা,
যা মুখে না বলেও বলা যায়।
এক কথায় বলতে গেলে,কবিতা হচ্ছে,
মনের ভাব প্রকাশ করার জন্য,
ছন্দের সাথে তাল মিলিয়ে বলা,
কিছু অর্থবহ শব্দের মিশ্রণে তৈরি,
বাক্যগত একটি ছড়া।
সচরাচর,যে কথা বলা যায় না,
কিংবা বললেও বুঝানো যায় না,
তারই প্রেক্ষিতে কবিতার জন্ম।
আর একজন লেখকের চোখেই বোঝা যায়,
এই ছন্দেবন্দে থাকা বাক্যের মর্ম।
মনের ভেতরে লুকানো,
সব খুঁটিনাটি, দুখ-কষ্ঠের আবির্ভাব হয়,
এই কবিতায় সাজানো বাক্য দিয়ে।
তবে কবিতার মূল উদ্দেশ্য,
বোধগম্য হয় পাঠকদের সঞে নিয়ে।
পাঠকের উদ্দেশ্যে লেখা কবিতা,
তখনই পূর্ণতা পায়,
যখন একজন সেই কবিতাকে পরে,
এবং কবিতার অর্থ বুঝাতে পায়।
কারণ একজন লেখকের কাছে,
সবচেয়ে গুরুত্বের বিষয় হলো এটা জানা,
যে,তার কবিতার অর্থ,
পাঠকের বোধগম্য হচ্ছে কি না,
কিংবা তার কবিতার সারাংশ,
পাঠকের পছন্দ হচ্ছে কি না।
তবে বলা বাহুল্য,
লেখকের এটা জানা বেশ প্রয়োজন,
তার কবিতাকে কেন্দ্র করে,
কেমন ভাবনা নিয়েছে পাঠকগণ।
তা না হলে,লেখকের কাছে,
পাঠক কি চায়,বুঝা যাবে না,
তখন পাঠকও তার পছন্দমতো,
কবিতা খুঁজে পাবে না।
লেখক,পাঠক একি সূত্রে গাঁথা,
দিন শেষে দুজনই,একি নদের দুই শাঁখা।
Md Rizwan Ullah Shuvo
ID: 20303016
Fall 2020, Student of BBA department
Canadian University of Bangladesh
Total Views: 652